কলকাতা, ৩ অক্টোবর, (হি.স.): বিরোধী দলনেতা এদিন আদালতেও হাজির ছিলেন না, তৃণমূলের কালচারই হল কুৎসা করা, ওটা সেটাই করেছে।” তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র নিন্দা করে শুক্রবার আইনজীবী কৌস্তভ বাগচী একথা বলেন।
এদিন আদালতে সওয়াল জবাবের সময় বিচারপতির উদ্দেশে কল্যাণবাবু বলেন, শুভেন্দু যেখানে গন্ডগোল সেখানে! আবেদনকারী সংগঠনটি রাজনৈতিক। সদস্যরা বিজেপি। শুভেন্দু অধিকারী যেখানে থাকেন, সেখানে অশান্তি ছড়ায়। হুলিগনসরা আছে। নবান্ন অভিযানে শুভেন্দু, শঙ্কু সবচেয়ে বেশি সমস্যা বাঁধান। ৫ অক্টোবর কেন? অন্যদিন হলে আপত্তি নেই।”
ঘটনার সূত্রপাত, সম্প্রতি শহরে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সেই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চাইছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তবে কার্নিভালের দিন শহরে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা নিয়েই মামলা গড়িয়েছিল হাইকোর্টে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত