মালদায় দুর্গার সোনার অলঙ্কার চুরি, গ্রেফতার দুই সিভিক-সহ ৩
মালদা, ৩ অক্টোবর (হি.স.): মা দুর্গার সোনার অলঙ্কার চুরির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার -সহ তিন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চোরেদের কীর্তি। সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরা অবস্থায় ২ জনকে চুরি করতে দেখা যায় । মালদার গাজোলের একলাখি গান্ধিমো
মালদায় দুর্গার সোনার অলঙ্কার চুরি, গ্রেফতার দুই সিভিক-সহ ৩


মালদা, ৩ অক্টোবর (হি.স.): মা দুর্গার সোনার অলঙ্কার চুরির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার দুই সিভিক ভলেন্টিয়ার -সহ তিন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চোরেদের কীর্তি। সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরা অবস্থায় ২ জনকে চুরি করতে দেখা যায় । মালদার গাজোলের একলাখি গান্ধিমোর পুজোর ঘটনা।

শুক্রবার হঠাৎ নজরে পড়ে মা দুর্গার পড়নের কিছু গয়না নেই, মায়ের মূর্তির সামনে একটি ছোটো পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না ছিল। পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মন্ডল, গৌড় মন্ডল নামে দুই গাজোল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধীর মন্ডল নামে স্থানীয় ব্যক্তি গয়না চুরি করছে। গাজোল থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande