বক্সিরহাট, ৩ অক্টোবর (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জ -২ এর বড় শালবাড়ি এলাকায় ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল টোটোচালক। শুক্রবার এই ঘটনায় শোরগোল পড়ে যায়। ছাগল চুরির কথা স্বীকার করতেই তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। জনরোষ থেকে বাঁচিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আটক করা হয় চুরির কাজে ব্যবহৃত টোটোটিকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি শালবাড়ি জামতলা এলাকার বাসিন্দা। শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বড় শালবাড়ির বাসিন্দা জয়দেব ডাকুয়া বাড়ির মনস্কামনা কালী ঠাকুরের নামে একটি ছাগল উৎসর্গ করে ছেড়ে দেন।
অভিযোগ, টোটোচালক আলম মিয়াঁ বোচামারি চৌপথিতে যাত্রী নামিয়ে ফেরার পথে ছাগলটিকে দেখে টোটোয় তুলে নিয়ে রওনা দেন বাড়ির উদ্দেশে। কিন্তু শেষরক্ষা হয়নি। বিষয়টি চোখে পড়ে যায় স্থানীয়দের। টোটোচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ছাগল চুরির কথা স্বীকার করে সে। এরপরই ক্ষিপ্ত জনতা তার উপর চড়াও হয়। এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ । জনরোষ থেকে বাঁচিয়ে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জয়দেব ডাকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি