খণ্ডোয় দুর্গা প্রতিমা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, ১১ জনের শেষকৃত্য সম্পন্ন
ভোপাল, ৩ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের খণ্ডওয়াতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ১১ জনের শেষকৃত্য শুক্রবার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁধানা থানার অন্তর্গত পাডলফাটা গ্রামের বাসিন্দারা অর্দলা গ্রামে ব
খণ্ডোয় দুর্গা প্রতিমা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, ১১ জনের শেষকৃত্য সম্পন্ন


ভোপাল, ৩ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের খণ্ডওয়াতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ১১ জনের শেষকৃত্য শুক্রবার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁধানা থানার অন্তর্গত পাডলফাটা গ্রামের বাসিন্দারা অর্দলা গ্রামে বিসর্জন দিতে গিয়ে ট্র্যাক্টর-ট্রলি বাঁধের জলে উল্টে যায়। তাতে আট কিশোরীসহ মোট ১১ জনের মৃত্যু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে নয় বছরের শিশু থেকে শুরু করে ২৫ বছরের তরুণ পর্যন্ত রয়েছেন। একই গ্রামের এত জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাঁধানা এলাকা। শুক্রবার পাঁধানা কমিউনিটি হেলথ সেন্টার থেকে একে একে মৃতদেহগুলি অ্যাম্বুলেন্সে করে পাডলফাটা গ্রামে আনা হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে গ্রামে গিয়ে শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande