কোচবিহার, ৩ অক্টোবর (হি.স.): বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভেটাগুড়ির শস্য বাজারে দুর্গা পূজার মণ্ডপে বসে থাকা দুই তৃণমূল কর্মী তপন বর্মণ এবং নরেশ বর্মণকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার পর শুক্রবার ভেটাগুড়ি ২ জোনাল সভাপতি সুনীল রায় সরকারের নেতৃত্বে বৈশাগুড়ি এলাকায় বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য সীতা বর্মণ এবং আরও দুজনের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সীতা বর্মণ জানিয়েছেন যে এর আগেও তাঁর বাড়িতে বেশ কয়েকবার ভাঙচুর করা হয়েছিল, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল। তিনি অভিযোগ করেছেন যে আজ তাঁর ছেলেকেও মারধর করা হয়েছে। তবে তৃণমূলের জোনাল সভাপতি সুনীল রায় সরকার জানিয়েছেন যে বিজেপি তাঁর দুই কর্মীকে মারধর করেছে। তিনি পুলিশে অভিযোগ দায়ের করবেন। তিনি আরও বলেন যে ভাঙচুরের কোনও ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
হিন্দুস্থান সমাচার / সোনালি