রাজস্থানে ১০১৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার দুই
জয়পুর, ৩ অক্টোবর (হি.স.) : রাজস্থানে মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক(গাঁজা) বাজেয়াপ্ত করল এন্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং ঝুনঝুনু পুলিশ। বিগত তিনদিনের অভিযান শেষে একটি ট্রাক থেকে ১০১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার
রাজস্থানে ১০১৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার দুই


জয়পুর, ৩ অক্টোবর (হি.স.) : রাজস্থানে মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক(গাঁজা) বাজেয়াপ্ত করল এন্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) এবং ঝুনঝুনু পুলিশ। বিগত তিনদিনের অভিযান শেষে একটি ট্রাক থেকে ১০১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ঘটনাস্থল থেকে দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। এরপর থেকেই এজিটিএফ বিগত তিনদিন ধরে ওই ট্রাকের গতিবিধি নজরে রাখছিল। মধ্যপ্রদেশের ঝালাওয়ার সীমান্ত থেকে ট্রাকটির ওপর নজরদারি শুরু হয়।

শেষমেশ ঝুনঝুনুর উদয়পুরওয়াটি থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন ট্রাকটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে চালকের সিটের পিছনে লুকিয়ে রাখা মাদকের (গাঁজা) বস্তা উদ্ধার হয়। এর মোট ওজন দাঁড়ায় ১০১৪ কেজি। ধৃতদের নাম সুভাষ গুর্জর (২৩) এবং প্রমোদ গুর্জর (২০), দু’জনেই সিকার জেলার বাসিন্দা।

প্রাথমিক জেরায় জানা গেছে, এই গাঁজার চালান ওড়িশা থেকে আনা হয়েছিল। পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে যুক্ত আরও প্রভাবশালী চক্র রয়েছে। সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।বড়সড় চক্রান্ত ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান পুলিশের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande