দক্ষিণ ২৪ পরগনা, ৩ অক্টোবর, (হি.স.): দশমীর রাতে মুঠোফোনে কথা বলতে বলতে ছাদের পাঁচিলের ধারে গিয়েছিল কিশোর! অসতর্ক হয়ে পাঁচিল থেকে বিদ্যুতের হাইটেনশন লাইনের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
স্থানীয় ও পরিবার সূত্রে বছর ১৬-এর ওই কিশোরের বাড়ি কুলতলি থানা এলাকার নলগড়া এলাকায়। পুজোর সময় বারুইপুরের গোবিন্দপুরে তার মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল সে। গতকাল, বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় দুর্গাপ্রতিমার নিরঞ্জন চলছিল। রাতে মুঠোফোন নিয়ে কথা বলার জন্য ছাদে গিয়েছিল কিশোর। ওই বাড়ির কাছ দিয়েই গিয়েছে বিদ্যুতের হাইটেনশন তার।
সম্ভবত, অসতর্ক হয়ে ছাদ থেকে পড়ে যায় সে। সোজা ছাদ থেকে ওই হাইটেনশন তারের উপর পড়েছিল সে। বিদ্যুতস্পৃষ্ট হয় ওই কিশোর। ভয়ানক শব্দ শুনে সেখানে ছুটে যায় স্থানীয়রা। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত