উদয়পুর (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.) : শুক্রবার ভোরে গোমতী জেলার উদয়পুরের ছাতারিয়া এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষের রূপ নেয়। তাতে চারজন গুরুতর আহত হন। ভোর ৫টার দিকে সম্পত্তি নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস আক্রমণের ঘটনাটি ঘটেছে।
খবর অনুসারে, শাহানূর রহমান, তার স্ত্রী এবং পরিবারের আরও দুই সদস্যকে রহমানের চাচাতো ভাই আখতার হোসেন, তার চার ছেলে - শাহ আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শরীফ হোসেন এবং আলমগীর হোসেন এবং জামাতা তাকিস মিয়া আক্রমণ করে। আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ হাসপাতাল পরিদর্শন করে এবং পরে তদন্তের জন্য ছাতারিয়ায় আখতার হোসেনের বাসভবনে যায়। স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ