আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সহ-প্রভারী হিসেবে নিযুক্ত করার পর শুক্রবার কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দলের তরফে।
কলকাতায় বিপ্লব কুমার দেবের সফর নির্বাচনের আগে দলের ভিত্তি শক্তিশালী করবে বলে রাজনৈতিক মহলে জল্পনা। তাঁর নতুন ভূমিকাকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বকে কাজে লাগাবে দল। বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গে অবস্থানকালে একাধিক সভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ