বাইজলবাড়িতে ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
খোয়াই (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার বাইজলবাড়ি এলাকায় শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ, ওই এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা গাছ উপড়ে ফেলে ধ্বংস করে
ত্রিপুরা পুলিশ


খোয়াই (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার বাইজলবাড়ি এলাকায় শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ, ওই এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা গাছ উপড়ে ফেলে ধ্বংস করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদক চাষ রুখতে জেলায় কড়া নজরদারি চালানো হচ্ছে। যদিও ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তেরোটি প্লটে ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। আগামীদিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande