আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : আগরতলার পশ্চিম জয়নগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় এক নাবালিকাকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ, স্থানীয় মাছ ব্যবসায়ী শঙ্কর দাস জোর করে ওই নাবালিকার মুখে বিষ ঢেলে দেয়।
গুরুতর অবস্থায় নাবালিকাকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধীন ওই নাবালিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। একাধিক প্রতিবেশীর কথায়, এমন নৃশংস ঘটনা আমাদের এলাকায় আগে কখনও হয়নি। দোষীর যেন কঠোর শাস্তি হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ