আগামীকাল আগরতলায় হবে 'মায়ের গমন' কার্নিভাল, প্রস্তুতি চূড়ান্ত
আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজার জাঁকজমকপূর্ণ উদযাপনের পর শনিবার আগরতলায় অনুষ্ঠিত হবে ''মায়ের গমন'' কার্নিভাল। শহরের মহারানী তুলসীবতি স্কুলের সামনে বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং মন্ত্রিসভার অন্যান্
আগামীকাল আগরতলায় হবে 'মায়ের গমন' কার্নিভাল, প্রস্তুতি চূড়ান্ত


আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজার জাঁকজমকপূর্ণ উদযাপনের পর শনিবার আগরতলায় অনুষ্ঠিত হবে 'মায়ের গমন' কার্নিভাল। শহরের মহারানী তুলসীবতি স্কুলের সামনে বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য শুক্রবার অনুষ্ঠানস্থলে চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেছেন। তিনি বলেছেন কার্নিভালটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসারে আগরতলা শহরের প্রায় ৪০টি ক্লাব এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, শেষ মুহূর্তে সংখ্যাটি আরও বাড়তে পারে। তাঁর মতে, প্রথম দুই বছর এই অনুষ্ঠানটি আগরতলা সিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় সংস্করণটি মহারানী তুলসীবতি স্কুলের সামনে আয়োজন করা হয়েছিল। এখন, চতুর্থ কার্নিভালের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন।

বিম্বিসার ভট্টাচার্য বলেন, ক্লাবগুলিকে নয়টি জোনে ভাগ করা হয়েছে। সমস্ত পূজা আয়োজকরা বিভিন্ন উপস্থাপনা সহ কার্নিভাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং তারপর তারা কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী এবং বটতলা হয়ে দশমীঘাটের দিকে অগ্রসর হবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande