নরসিংগড় ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশের দশ নাবালক উধাও
আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : সপ্তমীর রাতে পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগড়ের ডিটেনশন সেন্টার থেকে একসঙ্গে ১০ জন নাবালক উধাও হয়ে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, উধাও হওয়া নাবালকরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। বিভিন্ন অপরাধমূলক
নরসিংগড় ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশের দশ নাবালক উধাও


আগরতলা, ৩ অক্টোবর (হি.স.) : সপ্তমীর রাতে পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংগড়ের ডিটেনশন সেন্টার থেকে একসঙ্গে ১০ জন নাবালক উধাও হয়ে যাওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, উধাও হওয়া নাবালকরা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। বিভিন্ন অপরাধমূলক মামলায় তারা আটক অবস্থায় ওই সেন্টারে ছিল। অভিযোগ, রাতের অন্ধকারে নিরাপত্তা বেষ্টনীর দুর্বলতার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পরও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। ফলে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠছে।

উল্লেখ্য, সম্প্রতি ধর্মনগর সাব-জেল থেকে বন্দি পলায়নের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে নরসিংগড় ডিটেনশন সেন্টার থেকে নাবালক পলায়নে প্রশাসন অস্বস্তিতে পড়েছে। বিভিন্ন মহল থেকে ওই ডিটেনশন সেন্টারের কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande