ফটিকরায়ে নির্জন বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
কুমারঘাট (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.) : উনকোটি জেলার কুমারঘাটের ফটিকরায় কালীবাড়ি এলাকায় এক নির্জন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক পরিবার-সহ বাইরে গেলে সুযোগ বুঝে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবার ফিরে এসে দেখে আ
চুরি


কুমারঘাট (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.) : উনকোটি জেলার কুমারঘাটের ফটিকরায় কালীবাড়ি এলাকায় এক নির্জন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক পরিবার-সহ বাইরে গেলে সুযোগ বুঝে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরিবার ফিরে এসে দেখে আলমারি ভাঙা, ঘর এলোমেলো এবং নগদ ৭০ হাজার টাকা ও দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উধাও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পুলিশের টহলদারি কম থাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande