ধর্মনগর (ত্রিপুরা), ৩ অক্টোবর (হি.স.): উত্তর ত্রিপুরার কালিকাপুর কারাগারে মহানবমীর সকালে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। ছয়জন দোষী সাব্যস্ত অপরাধী জেল কর্মীদের উপর হামলা চালিয়ে প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন জেল কর্মকর্তা গেদু মিয়া। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জেল পলাতক দুই কয়েদিকে আটক করা হলেও আরও চারজন এখনও পলাতক।
ঘটনার পরপরই সক্রিয় হয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দ্রুত পদক্ষেপে পলাতক দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সীমান্ত অতিক্রমের সময় মালাকার বস্তি এলাকা থেকে ধরা পড়ে বাংলাদেশের ফেনীর নারায়ণ চন্দ্র দত্ত। অপরদিকে, পশ্চিম চন্দ্রপুর দিয়ে পালানোর চেষ্টা করার সময় আসামের নীলম বাজারের আব্দুল ফাত্তাকে আটক করে ধর্মনগরের পুলিশ।
তবে এখনও পলাতক রয়েছে চারজন – কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সুনীল দেববর্মা এবং রোজান আলী। তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মী।
পালাতে সহায়তা করার অভিযোগে একজন সহযোগীকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কর্তৃপক্ষ। এই চাঞ্চল্যকর ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ