কলকাতা, ৩ অক্টোবর (হি. স.) : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির তরফে নবনিযুক্ত দুই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও নির্বাচনী সহ-পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার শহরে পৌঁছেছেন। এদিন, দমদমে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উভয়কে স্বাগত জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তরফে পশ্চিমবঙ্গের ভোটে দুই গুরুত্বপূর্ণ দলের নেতার কাছে সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ২৫ সেপ্টেম্বর সরকারিভাবে ওই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত