
শিমলা, ৩০ অক্টোবর (হি.স.): খাদে পড়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিন জন। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের চাম্বা জেলার চুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির আরোহীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আচমকা প্রায় দু’শো মিটার গভীর খাদে পড়ে যায় সেটি। খবর পেয়ে পুলিশ এসে চালক রাজিন্দর কুমার, পুমি কুমার ও শচীনকে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মৃত বলে জানান চিকিৎসকেরা। আরও দু’জন অমর সিংহ ও ধরম সিংহের তিসার সিভিল হাসপাতাল থেকে চাম্বা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ