
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভুটানে সরকারি সফরে যাচ্ছেন। তিনি অর্থনৈতিক বিষয়ক বিভাগের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থ মন্ত্রক সূত্রে জানা গেছে, এই সফরে সীতারমন ভারত সরকারের সহায়তায় বাস্তবায়িত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে কুরিচু জলবিদ্যুৎ কেন্দ্রর বাঁধ ও বিদ্যুৎ কেন্দ্র, গিয়ালসুং একাডেমি, সাংচেন চোখোর মঠ।
অর্থমন্ত্রী সীতারমন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে-এর সাথে দেখা করবেন। তিনি ভারত-ভুটান অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা আরও জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করার জন্য ভুটানের অর্থমন্ত্রী লেকে দোরজির সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ