
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শ্রদ্ধেয় পাসুমপন মুথুরামালিঙ্গ থেবরজিকে তাঁর পবিত্র গুরু পুজো উপলক্ষে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি-র তরফে জানানো হয়েছে, এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন : তাঁর পবিত্র গুরু পূজা উপলক্ষে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য জানাই শ্রদ্ধেয় পাসুমপন মুথুরামালিঙ্গ থেবরজিকে, যিনি ভারতের সামাজিক এবং রাজনৈতিক জীবনে গভীর প্রভাবশালী এক বিশাল ব্যক্তিত্ব। দরিদ্র এবং কৃষক কল্যাণ, ন্যায় এবং সাম্যের প্রতি তাঁর অটুট দায়বদ্ধতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করেছে। গভীর আধ্যাত্মিকতার সঙ্গে সমাজ সেবার দৃঢ় সংকল্প নিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন মর্যাদা, ঐক্য এবং আত্মসম্মানের পক্ষে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ