

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে এদিন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম থেকে 'রান ফর ইউনিটি'-র সূচনা করেন অমিত শাহ।
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী। এই দিনটি আমাদের জন্য বিশেষ। ২০১৪ সাল থেকে প্রতি বছর ৩১ অক্টোবর আমরা সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে 'রান ফর ইউনিটি' অনুষ্ঠানের আয়োজন করি। সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী এটিকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেন। স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করতে, আজকের ভারত গঠনে এবং একটি ঐক্যবদ্ধ দেশ গঠনে সর্দার প্যাটেল অপরিসীম অবদান রেখেছিলেন।
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের স্বাধীনতার পর, ব্রিটিশরা ৫৬২টি দেশীয় রাজ্যে বিভক্ত দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অল্প সময়ের মধ্যেই, সর্দার প্যাটেল ৫৬২টি দেশীয় রাজ্যকে একীভূত করার বিশাল কাজ সম্পন্ন করেন এবং এখন আমরা যে আধুনিক ভারতের মানচিত্র দেখতে পাই তা তাঁর দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টার ফল। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে, প্রধানমন্ত্রী মোদী সর্দার প্যাটেলের সংকল্প পূরণ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা