
দেহরাদূন, ৩১ অক্টোবর (হি.স.): সর্দার প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। এদিন দেহরাদূনে লৌপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ধামি বলেন, স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করতে, আজকের ভারত গঠন করতে এবং একটি ঐক্যবদ্ধ দেশ গঠনে সর্দার প্যাটেল অপরিসীম অবদান রেখেছিলেন। ২০১৪ সালের আগে সরকারগুলি সর্দার বল্লভভাই প্যাটেলকে পর্যাপ্ত সম্মান দেয়নি। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাঁর সম্মানে জাতীয় একতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা