
একতা নগর, ৩১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান থেকে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কংগ্রেস সমাজকে বিভক্ত করার পাশাপাশি ব্রিটিশ এজেন্ডাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস কেবল ব্রিটিশদের কাছ থেকে তাঁদের দল এবং ক্ষমতা উত্তরাধিকারসূত্রে পায়নি, বরং দাসত্বর মানসিকতাকেও আত্মস্থ করে। কয়েকদিনের মধ্যেই, বন্দেমাতরমের ১৫০ তম বার্ষিকী। ১৯০৫ সালে যখন ব্রিটিশরা বাংলা ভাগ করে, তখন বন্দে মাতরম প্রতিবাদে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর হয়ে ওঠে। বন্দে মাতরম জাতির ঐক্য ও সংহতির কণ্ঠস্বর হয়ে ওঠে। ব্রিটিশরা এমনকি বন্দে মাতরম ধ্বনি নিষিদ্ধ করার চেষ্টাও করেছিল। ব্রিটিশরা কখনও সফল হয়নি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বন্দে মাতরমের ধ্বনি ভারতের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু ব্রিটিশরা যা করতে ব্যর্থ হয়েছিল, কংগ্রেস তা অর্জন করেছিল। কংগ্রেস ধর্মীয় ভিত্তিতে বন্দে মাতরমের একটি অংশ সরিয়ে দিয়েছে। এর অর্থ হল কংগ্রেস সমাজকে বিভক্ত করেছে এবং ব্রিটিশ এজেন্ডাকে এগিয়ে নিয়ে গিয়েছে। যেদিন কংগ্রেস বন্দে মাতরম ভাঙার, কাটার এবং ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে, সেদিনই কংগ্রেস ভারতের বিভাজনের ভিত স্থাপন করেছে। কংগ্রেস যদি সেই পাপ না করত, তাহলে আজকের ভারতের চিত্র ভিন্ন হত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা