
একতা নগর, ৩১ অক্টোবর (হি.স.): ঐক্য দেশ ও সমাজের অস্তিত্বের ভিত। রাষ্ট্রীয় একতা দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যতক্ষণ সমাজে ঐক্য থাকবে, ততক্ষণ দেশের অখণ্ডতা সুরক্ষিত থাকবে। সুতরাং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য, আমাদের দেশের ঐক্য ভাঙতে চাওয়া প্রতিটি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে এবং ঐক্যের শক্তি দিয়ে তা ব্যর্থ করতে হবে। শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়। গুজরাটের কেভাড়িয়ার একতা নগরে একতার শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। তিনি কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
পরে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ঐক্যের প্রতিটি ক্ষেত্রে দেশ নিরন্তর কাজ করে চলেছে।। ভারতের ঐক্যের এই পরম্পরার চারটি স্তম্ভ রয়েছে। প্রথমত, সাংস্কৃতিক ঐক্য - ভারতের সংস্কৃতিই হাজার হাজার বছর ধরে রাজনৈতিক পরিস্থিতির বাইরে আমাদের দেশ হিসেবে অমর করে রেখেছে। আমাদের বারোটি জ্যোতির্লিঙ্গ, চারধাম, ৫০টিরও বেশি শক্তিপীঠ এবং তীর্থযাত্রার ঐতিহ্য হল জীবনীশক্তি যা ভারতকে একটি সচেতন দেশ করে তোলে। এখন আমরা সৌরাষ্ট্র-তামিল সঙ্গম এবং কাশী-তামিল সঙ্গমের মতো অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা