সকলেরই ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে কাজ করা উচিত, মন্তব্য রেখা গুপ্তার
নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবসে ঐক্যের বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, সকলেরই ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে কাজ করা উচিত। শুক্রবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে লৌহপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য
রেখা গুপ্তা


নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় একতা দিবসে ঐক্যের বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, সকলেরই ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে কাজ করা উচিত। শুক্রবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে লৌহপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

পরে তিনি বলেন, সর্দার সাহেব এমন একজন ব্যক্তিত্ব যিনি সর্বদা ভারতের ঐক্য ও অখণ্ডতার জন্য কাজ করেছেন। সম্ভবত সেই কারণেই তাঁকে লৌহপুরুষ বলা হয়। আজ তাঁর ১৫০ তম জন্মবার্ষিকীতে, দেশজুড়ে হাজার হাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা লাল কেল্লায় বেশ কয়েকটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি দিল্লি এবং সমগ্র দেশকে শুভেচ্ছা জানাই। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে কাজ করা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande