
পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর (হি.স.): অজানা জন্তুর পায়ের ছাপে শোরগোল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গ্রামে। শুক্রবার সকালে কোনও এক জন্তুর একাধিক পায়ের ছাপ দেখা যায় গড়বেতা ১ ব্লকের বড়মুড়া বোষ্টমমোড় ফুটবল মাঠের পাশে একটি কৃষিজমিতে। এলাকার মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে বন দফতরের গড়বেতা রেঞ্জ ও শ্যামনগর বিটের কর্মচারীরা সেখানে গিয়ে সেই পায়ের ছাপ পর্যবেক্ষণ করেন, ছবিও তোলেন। বন দফতরের এক আধিকারিক জানান, একটি জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে, কীসের ছাপ তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ