সুন্দরবনে পাট চাষে উৎসাহ চাষিদের
বাসন্তী, ৩১ অক্টোবর (হি. স.): সুন্দরবনের নোনা মাটিতে সোনা ফলানোর লক্ষ্যে পাট চাষের উদ্যোগ নিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও কুলতলী মিলনতীর্থ সোসাইটি। শুক্রবার বিকেলে বাসন্তী ব্লকের কুলতলিতে ১২০০ প্রান্তিক চাষীদের নিয়ে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ক
সুন্দরবনে পাট চাষে উৎসাহ চাষিদের


বাসন্তী, ৩১ অক্টোবর (হি. স.): সুন্দরবনের নোনা মাটিতে সোনা ফলানোর লক্ষ্যে পাট চাষের উদ্যোগ নিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও কুলতলী মিলনতীর্থ সোসাইটি। শুক্রবার বিকেলে বাসন্তী ব্লকের কুলতলিতে ১২০০ প্রান্তিক চাষীদের নিয়ে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুট কমিশনার অফ ইন্ডিয়া মলয় চন্দন চক্রবর্তী। উপস্থিত ছিলেন জাতীয় পার্ট পর্ষদের সচিব শশীভূষণ সিং, কুলতলী মিলনতীর্থ সোসাইটির সভাপতি লোকমান মোল্লা সহ জাতীয় পাট পর্ষদের অন্যান্য আধিকারিকরা।

সুন্দরবনে মূলত ধান চাষ জমি। কোথাও বছরে একবার কোথাও বা বছরে দুবার। অন্যান্য সময় জমি ফাঁকা পড়ে থাকে। এই সময় পাট চাষ করলে কৃষকরা কীভাবে লাভবান হবেন সে বিষয়েই এদিন কৃষকদের উৎসাহিত করা হয়। ফলে নিজেদের চাষের জমি থেকে পাট চাষের মাধ্যমে বছরে বাড়তি রোজগারের সুযোগ পাবেন কৃষকরা। এদিনের আলোচনার পর সুন্দরবনের চাষীরা উৎসাহিত হয়ে পাট চাষে আগ্রহ প্রকাশ করেছেন। চাষীদের উৎপাদিত সমস্ত পাট জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া সরকার নির্ধারিত মূল্যে কিনে নেবে বলেও জানানো হয়েছে। শশীভূষণ বলেন, “ সুন্দরবনে যে চাষের জমি আছে তাতে ধান চাষের পর যখন জমি ফাঁকা পড়ে থাকে তখন সেখানে পাট চাষ করা যাবে। এতে চাষি লাভবান হবে। পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধি পাবে। চাষীরা যে পাট উৎপাদন করবেন তা আমরাই সরকার নির্ধারিত মূল্যে কিনে নেবো।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande