
বাসন্তী, ৩১ অক্টোবর (হি. স.): এসআইআরের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি বিধানসভা এলাকাতেই প্রতিবাদ সভা করছে তৃণমূল। শুক্রবার বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বাসন্তীর সোনাখালি বাসস্ট্যান্ডে। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দুই সাংসদ প্রতিমা মণ্ডল ও বাপি হালদার, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, ব্লক তৃণমূলের আহ্বায়ক আব্দুল মান্নান গাজী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। এদিনও এসআইআরের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতৃত্বরা। কোনও একজন সঠিক ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না বলে হুঙ্কার দেন নেতৃত্বরা। জাহাঙ্গির খান বলেন, “ ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় আপনাদের পাশে আছেন। একজন যোগ্য ভোটারের নামও এই তালিকা থেকে বাদ যাবে না। সেটা গেলে যথাযথ আন্দোলন হবে। আমরা আপনাদের পাশে আছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা