
গোসাবা, ৩১ অক্টোবর (হি. স.): গোসাবায় মৃতদেহ সংরক্ষণের জন্য এবার ফ্রিজার এল সুন্দরবন কোস্টাল থানায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে এই প্রথম কোনও থানার উদ্যোগে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এই ফ্রিজারের উদ্বোধন করেন বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত ও এসডিপিও রাম কুমার মণ্ডল। সুন্দরবন কোস্টাল থানা এমনিতেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। গোসাবা ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েত ও বহু দ্বীপ নিয়ে গঠিত এই থানা। এখানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে মৃতদেহ উদ্ধার করে একদিনে ময়নাতদন্তে অনেক সময়ই নিয়ে যাওয়া যায় না কলকাতার মোমিনপুরে। অনেক ক্ষেত্রেই মৃতদেহে পচন ধরে। পরিবারের লোকেদের বরফ কিনে আনতে হয় দেহ সংরক্ষণের জন্য। আর সেই কারণেই একটি বেসরকারি সংস্থার সাহায্যে সুন্দরবন কোস্টাল থানা এই ফ্রিজারের ব্যবস্থা করেছে। ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে মৃতদেহ সংরক্ষণের জন্য এই বিশেষ নকশার ফ্রিজার।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা