পিলিভিত, ৪ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লি থেকে নেপাল যাওয়ার পথে পিলিভিটে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং তাদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।
প্রসঙ্গত ,উত্তর প্রদেশের পিলিভিটে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, মৃত ও আহতরা সকলে দিল্লি থেকে নেপাল যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটেছে , শনিবার সকালে বিসলপুর থানার অন্তর্গত ভরদারিয়া মোড়ে । পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির পিছনের টায়ার ফেটে যাওয়ায় চালক গণেশ গাড়ি থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। সেই সময় একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ তাঁদের ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নেপালের কাঠমান্ডুর নিখিল ও দিল্লির ইন্দ্রাপার্ক এলাকার বাসিন্দা চালক গণেশ রয়েছেন। তৃতীয় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের মধ্যে নিখিলের মা পূজা সহ আরও পাঁচজন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায় । এক পুলিশ আধিকারিক জানান , পলাতক গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তল্লাশি শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য