মধ্যপ্রদেশে গাড়ি উল্টে মৃত ১ , আহত ১৩
বুরহানপুর, ৪ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় মহারাষ্ট্র সীমান্তবর্তী করৌলি ঘাটে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি ব্যান্ড পার্টি বহনকারী গাড়ি উল্টে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং আহত ১৩ জন। গাড়ির ব্রেক ফেল হওয়াকেই প্রাথমিকভ
মধ্যপ্রদেশে গাড়ি উল্টে মৃত ১ , আহত ১৩


বুরহানপুর, ৪ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় মহারাষ্ট্র সীমান্তবর্তী করৌলি ঘাটে শনিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি ব্যান্ড পার্টি বহনকারী গাড়ি উল্টে গিয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং আহত ১৩ জন। গাড়ির ব্রেক ফেল হওয়াকেই প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার সকালে, যখন দাপোরা গ্রামের ‘সঙ্গম ডিজিটাল ব্যান্ড’-এর গাড়িটি করৌলি ঘাটে উল্টে যায়। গাড়িটিতে মোট ২২ জন ব্যান্ড সদস্য ছিলেন। ঘটনাস্থলেই গায়ক সোলেহ (২৪) -এর মৃত্যু হয় যিনি দাপোরা গ্রামের বাসিন্দা । আহতদের মধ্যে অধিকাংশই দাপোরা গ্রামের বাসিন্দা, কয়েকজন জসোন্দি ও আশপাশের এলাকার।

ব্যান্ডের মালিক ইউনুস শাহ, যিনি নিজেও আহত হয়েছেন, জানিয়েছেন যে তাঁরা মহারাষ্ট্রের আকোট জেলার ভিলখেড়া এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেটি উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদি গাড়িটি না উল্টাত, তবে সেটি কয়েক ফুট গভীর খাদে পড়ে যেত। যার জেরে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande