বালোত্রা , ৪ অক্টোবর (হি.স.): রাজস্থানের বালোত্রার জাসোল থানা এলাকায় চতুর্থ রেলওয়ে ক্রসিংয়ের কাছে শনিবার সকালে নদীর সেতু পার করার সময় ২ জন বাইকসহ নদীতে তলিয়ে প্রাণ হারালেন। এক পুলিশ আধিকারিক জানান, সকাল প্রায় ১১:৪৫ মিনিটে বাইকে করে এক দম্পতি বালোত্রা থেকে জসোলের দিকে যাচ্ছিলেন। নদীর সেতু পার করার সময় তারা জলের প্রবাহে ভেসে যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর তাদের নদী থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি; বাইক নম্বর এবং অন্যান্য প্রযুক্তিগত উপায়ে পরিচয় যাচাই প্রক্রিয়া চলছে। স্থানীয়রা প্রশাসনের গাফিলতির ওপর অভিযোগ তুলেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা স্থায়ী করার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, একই স্থানে ২৮ আগস্টও একটি দুর্ঘটনায় জীপসহ ছয়জন নদীতে ভেসে গিয়েছিল, যার মধ্যে এক আট মাসের শিশু ছিল, যার দেহ এখনও পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন