গাজিয়াবাদ, ৪ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন মহিলা পথচারীর মৃত্যু হয়েছে। আহত এক যুবক। শনিবার সকালে সিহানি গেট থানার অন্তর্গত জিটি রোডে ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গাড়ি পথ দিয়ে হাঁটতে থাকা চারজন পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তাররা মীনা প্রজাপতি, সাবিত্রী দেবী ও কমলেশ দেবীকে মৃত ঘোষণা করেন। বিপিন শর্মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে, পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য