দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূলের ৬ আঞ্চলিক নেতা বহিষ্কার
পূর্ব বর্ধমান, ৪ অক্টোবর (হি.স.): পুজো মিটতে না মিটতেই বিভিন্ন জেলায় শাসকদল তৃণমূলে বিশৃঙ্খলা মাথা চাড়া দিচ্ছে। এই অবস্থায় দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ দলের ৬ জন আঞ্চল
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূলের ৬ আঞ্চলিক নেতা বহিষ্কার


পূর্ব বর্ধমান, ৪ অক্টোবর (হি.স.): পুজো মিটতে না মিটতেই বিভিন্ন জেলায় শাসকদল তৃণমূলে বিশৃঙ্খলা মাথা চাড়া দিচ্ছে। এই অবস্থায়

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১

পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব

বন্দ্যোপাধ্যায় সহ দলের ৬ জন আঞ্চলিক নেতাকে বহিষ্কার করলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান ২ নং ব্লকের সভাপতি পরমেশ্বর কোনার।

পরমেশ্বর জানিয়েছিলেন, ”জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা দলের শৃঙ্খলা ভেঙেছেন। দলের কাজ করছেন না। উপরন্তু দল এবং প্রশাসনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লাগাতার পোস্ট করে চলেছেন। তাই ব্লক কমিটির সিদ্ধান্তে তাদের তিন বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে।”

জয়দেব বন্দ্যোপাধ্যায় ব্লকের প্রাক্তন সহ সভাপতি। বাকি বহিষ্কৃতরা হলেন লবকুমার দাস, সব্যসাচী চৌধুরী,

তুষার সামন্ত, অম্বিকা দাস ও জরু

আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতির

অভিযোগও তোলেন ব্লক সভাপতি।

অন্যদিকে বহিষ্কৃত উপপ্রধান জানান, তিনি কিছুই জানেন না এ ব্যাপারে। তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে যা উনি বলেছেন, তা কেন বলেছেন,

আমি জানি না। আমার যা বলার, আমি দলের কাছে বলব।’‘

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande