জিন্দ, ৪ অক্টোবর (হি.স.) : দীপাবলিকে ঘিরে হরিয়ানার জিন্দ জেলায় আতশবাজি বিক্রিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও, অবৈধভাবে বাজি মজুত ও বিক্রির ঘটনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৭২ কেজি অবৈধ আতশবাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান, পুলিশ টহলদারীর সময় গোপন সূত্রে খবর পায় যে সাফিদোঁর ওয়ার্ড নং ১১-র গীতা কলোনির বাসিন্দা রাহুল নিজের বাড়িতে অবৈধভাবে আতশবাজি বিক্রি করছে। খবরের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তল্লাশিতে মোট ৩০টি কার্টন থেকে প্রায় ৭২ কেজি বিভিন্ন ব্র্যান্ডের আতশবাজি উদ্ধার হয়। রাহুল কোনও বৈধ লাইসেন্স বা অনুমতি দেখাতে না পারায় বাজিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য