মহিলার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ, জনরোষের মুখে তৃণমূল নেতা
হুগলি, ৪ অক্টোবর, (হি.স.): খানাকুলে পুজোর আনন্দ শেষ হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। শুক্রবার রাতে তৃণমূলের অঞ্চল সহসভাপতি বরুণ মণ্ডলকে জনরোষের মুখে পড়তে হয়। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় একাধিক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলেন। তবে তৃণমূল এই অভিযোগ অস্ব
মহিলার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ, জনরোষের মুখে তৃণমূল নেতা


হুগলি, ৪ অক্টোবর, (হি.স.): খানাকুলে পুজোর আনন্দ শেষ হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। শুক্রবার রাতে তৃণমূলের অঞ্চল সহসভাপতি বরুণ মণ্ডলকে জনরোষের মুখে পড়তে হয়। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় একাধিক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলেন। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর বরুণ মণ্ডলকে খানাকুল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। আহত নেতা দাবি করেন, বাড়ি ফেরার পথে হঠাৎ তাকে ঘিরে ধরে মারধর করা হয়। হামলাকারীদের তিনি শনাক্ত করতে পারেননি। স্থানীয় আরও কয়েকজন তৃণমূল নেতা জানিয়েছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্ররোচনায় এই ঘটনা ঘটেছে।

তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে এবং পরস্পর রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, দু'পক্ষের গোলমালে নতুন করে জনজীবন না ব্যাহত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande