ঘাটাল, ৪ অক্টোবর (হি.স.): সাম্প্রতিক নিম্নচাপের জেরে সৃষ্ট অতিবৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলি ফুঁসছে, নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে, আবারও ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি মরশুমে এই নিয়ে ৬ বার বন্যার সম্মুখীন হচ্ছে ঘাটাল মহকুমা। ঘাটালের কেঠিয়া, শিলাবতি, ঝুমি প্রভৃতি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে।
মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, ঘাটালের নিচু এলাকায় ও মাটির বাড়িতে বসবাসকারীদের গবাদি পশু নিয়ে দ্রুত শিবিরে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। নদীর জলে ভীষণ স্রোত থাকার জন্য যাঁরা নদী জলে মাছ ধরতে যান, তাদের প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা