কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : সুদূর ইছামতী নদীর পাড়ে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ। প্রত্যন্ত এলাকায় জয়গ্রামের অবস্থান। সেখানে শনিবার স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে ও জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ১৩ তম প্রতিষ্ঠা দিবসে আ্যম্বুলেন্স প্রদান করা হয়েছে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিধায়ক দেবেশ মন্ডল। উদ্বোধনী পর্বে স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত সুবর্ণদ্বীপ আশ্রমে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আ্যম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডলের সাহায্যে এলাকার মানুষের জন্যে তা উদ্বোধন করেছেন তিনি।
মারোয়াড়ি রিলিফ সোসাইটি তরফে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পর চশমা বিতরণ করা হয়েছে। সাধারণ রোগের চিকিৎসায় ওষুধ বিতরণ করা হয়। অন্যদিকে, সোসাইটির সদস্যরা মিলে উত্তম গায়েন নামে এক ব্যক্তিকে তাঁর ছেলের কিডনি সমস্যার জন্য সংশ্লিষ্ট রোগীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকার চেক তুলে দেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত