কলকাতা, ৪ অক্টোবর, (হি.স.): দুর্গাপুজো মিটতেই ছাব্বিশের ভোটের রণকৌশল নিয়ে কলকাতায় ঘটা করে বৈঠক করেছেন বিজেপি কর্তারা। কিন্তু দুর্বল সংগঠন আর অন্তর্দ্বন্দ্ব রীতিমত কপালে ভাঁজ তৈরি করেছে দলের একাংশে।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে। গত ২৫ সেপ্টেম্বর তাঁদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর শুক্রবারই প্রথম কলকাতায় এসে বৈঠক করেন ভূপেন্দ্র এবং বিপ্লব দেব।
কোন কোন বিষয়ে কী কর্মসূচি নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এসআইআর নিয়ে দল কী পন্থা অবলম্বন করবে তা নিয়েও নির্দিষ্ট কিছু রূপরেখা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের উপর এ রাজ্যের শাসকদলের কতটা প্রভাব তা নিয়েও বিস্তারিত খোঁজখবর নিয়েছেন পর্যবেক্ষকরা। শমীক ভট্টাচার্যর সঙ্গেও আলাদা করে কথা বলেন ভূপেন্দ্র যাদব।
বৈঠকে এসে দলে নতুন ও পুরনোদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দলের সকলকে সক্রিয় করে তুলে নির্বাচনী কাজে নামানোর নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র যাদব। পাশাপাশি বুথ কমিটির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান, বাকি থাকা বুথগুলিতে কবে কমিটি তৈরি হবে। এলাকাভিত্তিক বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন ভূপেন্দ্র-বিপ্লবরা।
কিন্তু নাম প্রকাশ্যে অনিচ্ছুক দলের এক রাজ্য নেতা বলেন, বুথ কমিটির কাজ আদৌ কবে ঠিক হবে, কমিটির সদস্যরা দলের সবার কাছে কতটা মান্যতা পাবে, এ সব নিয়ে যথেষ্ঠ সংশয় আছে। অধিকাংশেরই লক্ষ্য তাঁর নিজের লাভ কতটা হচ্ছে, সেদিকে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত