সুলতানপুর, ৪ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ,শনিবার ভেলবাই-হলিয়াপুর সড়কে ফুলৌনা বাজারের কাছে। দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুরেহার দিক থেকে আসা এক গাড়ির বিপরীত দিক থেকে আসা বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক আরোহী সুরজিত কুমার নিষাদ (৩৫) মারা যান। তিনি সুলতানপুর জেলার খালিসপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা উদল নামের এক ব্যক্তি, যিনি সকালে হাঁটতে বেরিয়েছিলেন, তিনিও দুর্ঘটনায় আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।এক পুলিশ আধিকারিক জানান , মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পলাতক গাড়িটির সন্ধান শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য