পুজোর মরসুমে এক লাফে বাড়ল কলকাতা বিমানবন্দরের যাত্রীসংখ্যা
কলকাতা, ৪ অক্টোবর, (হি.স.): কোভিডের সময় মুখ থুবড়ে পড়েছিল বিমান চলাচল পরিষেবা। তার পর আস্তে আস্তে পরিস্থিতি ইতিবাচক হচ্ছে। এবার পুজোর মরসুমে এক লাফে কলকাতা বিমানবন্দরের ছবিটা আরও উজ্জ্বল হল। বিমানবন্দর সূত্রের খবর, পুজোর মরসুমে গত ২৭ থেকে ৩০ সেপ্টেম
কলকাতা বিমানবন্দর


কলকাতা, ৪ অক্টোবর, (হি.স.): কোভিডের সময় মুখ থুবড়ে পড়েছিল বিমান চলাচল পরিষেবা। তার পর আস্তে আস্তে পরিস্থিতি ইতিবাচক হচ্ছে। এবার পুজোর মরসুমে এক লাফে কলকাতা বিমানবন্দরের ছবিটা আরও উজ্জ্বল হল।

বিমানবন্দর সূত্রের খবর, পুজোর মরসুমে গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর (পঞ্চমী থেকে অষ্টমী) কলকাতা বিমানবন্দর দিয়ে ২ লক্ষ ৫৩ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। যা দৈনিক গড় যাত্রী সংখ্যার প্রায় ১৩০ শতাংশ। অন্তর্দেশীয় উড়ানে এক দিনে সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেছেন ষষ্ঠীতে, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর। সে দিন কলকাতা থেকে দেশের মধ্যে বিভিন্ন গন্তব্যে উড়ে গিয়েছেন ৩০১৪০ জন।

অন্যান্য বিমানবন্দর থেকে কলকাতায় এসেছেন ৩০১৭৯ জন। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও ওই দিন সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেছেন। কলকাতা থেকে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে উড়ে গিয়েছেন ৩৮৮৯ জন যাত্রী। বিপরীতে, এইশহরে এসেছেন ৩২৩০ জন। উৎসবের মরসুমে ওই সংখ্যাই এ পর্যন্ত সর্বাধিক বলে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande