কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : সাংবাদিক সুবীর মুখোপাধ্যায় প্রয়াত। প্রায় দুই সপ্তাহ ধরেই তিনি এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলা দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। বিশিষ্ট সাংবাদিক রণেন মুখোপাধ্যায় সম্পর্কে কাকা ছিলেন। ভাইপো সুবীর মুখোপাধ্যায় নিষ্ঠার সঙ্গেই সাংবাদিকতা পেশায় যোগদান করেন। হাসপাতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুবীর মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেলেন তিনি। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ। উল্লেখ্য, নৈহাটির অদূরে গরিফা এলাকায় বাড়ি। টোটো দুর্ঘটনায় সে জখম হয়। মাথায় চোট পায় গুরুতর। তড়িঘড়ি পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় ও ব্রেন ইনজুরি ধরা পড়ে। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু। মাথায় অপারেশনও করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৫ দিনেরও বেশি সময় ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। চলছিল চিকিৎসা। এদিন সকালে তাঁকে ভেন্টিলেশন রাখা হয়। এরপর কৃত্রিম পদ্ধতিতেই শ্বাস প্রশ্বাস চলতে থাকে এবং তা দীর্ঘস্থায়ী হল না। কলকাতা প্রেস ক্লাবের তরফেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত