আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক বিরাট অগ্রগতির অংশ হিসেবে আজ শনিবার আগরতলায় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই)-এর প্রথম উপ-আঞ্চলিক অফিস হয়েছে।
এই পদক্ষেপের তাৎপর্য তুলে ধরে রাজ্য শিক্ষা বিভাগের ওএসডি অভিজিৎ সমাজপতি বলেন, এটি ত্রিপুরার প্রথম উপ-আঞ্চলিক অফিস, যা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির দীর্ঘদিনের দাবি পূরণ করবে। সিবিএসই-র উপ-আঞ্চলিক অফিসের লক্ষ্য, ত্রিপুরা জুড়ে স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত প্রক্রিয়াগুলিকে সহজ করা। এখন পর্যন্ত রাজ্যের সিবিএসই-অনুমোদিত স্কুলগুলিকে গুয়াহাটি আঞ্চলিক অফিসের সাথে যোগাযোগ করতে হতো। যার দরুন প্রায়ই বিলম্ব এবং লজিস্টিক সমস্যার সৃষ্টি হতো। আপাতত অফিসটি রবীন্দ্র নগর থেকে পরিচালিত হচ্ছে, শীঘ্রই বিমানবন্দরের কাছে একটি ডেডিক্যাটেড ভবন স্থাপনের পরিকল্পনা রয়েছে সসরকারের।
সমাজপতি বলেন, এই অফিসটি বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করবে। যার মধ্যে রয়েছে ভর্তি, শিক্ষার্থী এবং বিষয়ের রেকর্ড সংশোধন, পরীক্ষা কেন্দ্রের সমন্বয়, মার্কশিট আপডেট, অভিযোগের প্রতিকার এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। উপরন্তু, এটি রাজ্য শিক্ষা কর্তৃপক্ষ এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতা করবে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা যায় এবং শিক্ষাৰ্থীদের বিকাশের লক্ষ্যে উদ্যোগগুলিকে সমর্থন করা যায়।
রাজ্য শিক্ষা বিভাগের বিশ্বাস, উপ-আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল প্রশাসকরা ব্যাপকভাবে উপকৃত হবেন, দক্ষতা, যোগাযোগ এবং ত্রিপুরায় সিবিএসই নেটওয়ার্কের জন্য সামগ্রিক সহায়তা উন্নত হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস