রেজিনগর বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
মুর্শিদাবাদ, ৪ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ার এলাকায় বিস্ফোরণ হয়। এর পর থেকে নিখোঁজ হয় ওসমান বিশ্বাস। তাঁর দেহের হদিশ মিলেছে। সূত্রের খবর, দেহ পোঁতা হয়েছিল একটি পরিত্যক্ত জায়গায়। শনিবার এই ঘটনায় ওয়াজ করিম নামে একজনক
রেজিনগর বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়


মুর্শিদাবাদ, ৪ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ার এলাকায় বিস্ফোরণ হয়। এর পর থেকে নিখোঁজ হয় ওসমান বিশ্বাস। তাঁর দেহের হদিশ মিলেছে।

সূত্রের খবর, দেহ পোঁতা হয়েছিল একটি পরিত্যক্ত জায়গায়। শনিবার এই ঘটনায় ওয়াজ করিম নামে একজনকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিস্ফোরণস্থলে উপস্থিত ছিলেন এই নিখোঁজ ব্যক্তি ওসমান বিশ্বাস। ধৃতের দাবি, বিস্ফোরণে মৃত্যু হয় ওই ব্যক্তির। তাঁর দেহ লোপাট করার জন্য এলাকার একটি জায়গায় পুঁতে দেওয়া হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জায়গাটিকে চিহ্নিত করে পুলিশ এবং দেহ তোলা হয় মাটি থেকে।

বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই বলেন, ‘বোমা ফেটে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। প্রমাণ লোপাট করতে তাঁর মৃতদেহ ঘটনাস্থলের কাছেই মাটি খুঁড়ে পুঁতে রাখে দুষ্কৃতীরা। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জেরা করে ধৃত ব্যক্তির কাছ থেকে ওই মৃতদেহ মাটিতে পুঁতে রাখার কথা জানা গিয়েছে।’

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande