রবিবার পূজা কার্নিভালে বাড়তি পরিষেবা পূর্ব রেলের
কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): রবিবার রেড রোডে দুর্গাপূজা কার্নিভালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে বাড়তি পরিষেবা দেবে। রেলের শিয়ালদহ বিভাগ রবিবার সমস্ত শহরতলি বিভাগে দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ক্রমাগত ইএমইউ পরিষেবা (এসইউই) দেওয়া
রবিবার পূজা কার্নিভালে বাড়তি পরিষেবা পূর্ব রেলের


কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): রবিবার রেড রোডে দুর্গাপূজা কার্নিভালে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ে

বাড়তি পরিষেবা দেবে।

রেলের শিয়ালদহ বিভাগ রবিবার সমস্ত শহরতলি বিভাগে দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত ক্রমাগত ইএমইউ পরিষেবা (এসইউই) দেওয়ার পরিকল্পনা করেছে।

প্রসঙ্গত, রবিবার মেট্রো রেলও বাড়তি পরিষেবার কথা জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande