শিলিগুড়ি, ৪ অক্টোবর (হি.স.) : স্কুটার চালানোর সময় দুর্ঘটনায় এক মহিলা কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার বাগডোগরা বিমানবন্দরের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কনস্টেবলের নাম রুকমেরী লেপচা। তিনি দার্জিলিং জেলার পেডংয়ের বাসিন্দা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুসারে, মহিলা কনস্টেবল ডিউটির জন্য বাগডোগরা থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন। বৃষ্টির কারণে ভূজিয়াপানি জাতীয় সড়কে একটি চার চাকার গাড়ির সাথে তার স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। চার চাকার গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি