জুবিন গার্গের পোস্টমর্টেম রিপোর্ট এসআইটিকে ফেরত দিলেন পত্নী গরিমা, স্বচ্ছ ও দ্রুত তদন্তের আহ্বান
গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : জুবিন গার্গের পোস্টমর্টেমের রিপোর্টগুলি ‘স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম’ (এসআইটি)-কে ফেরত দিলেন প্ৰয়াতের পত্নী গরিমা শইকিয়া গার্গ। পোস্টমর্টেমের রিপোর্টগুলি ফেরত দিয়ে তাঁর স্বামী জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পুলিশের কা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জুবিন-পত্নী গরিমা গার্গ


গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : জুবিন গার্গের পোস্টমর্টেমের রিপোর্টগুলি ‘স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম’ (এসআইটি)-কে ফেরত দিলেন প্ৰয়াতের পত্নী গরিমা শইকিয়া গার্গ। পোস্টমর্টেমের রিপোর্টগুলি ফেরত দিয়ে তাঁর স্বামী জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পুলিশের কাছে স্বচ্ছ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন গরিমা।

কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যুর চলমান তদন্তের একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গার্গ আজ শনিবার ঘোষণা করেছেন, গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং সিঙ্গাপুরের ময়নাতদন্ত রিপোর্ট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। গরিমা বলেছেন, চলমান তদন্ত যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার ইচ্ছা থেকেই তাঁর এই সিদ্ধান্ত। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘যেহেতু তদন্ত চলছে, তাই আমার মনে হচ্ছে, এ মুহূর্তে ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করলে প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে। সেজন্যই আমি তা গ্রহণ করিনি।’

উল্লেখ্য, গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ২৩ সেপ্টেম্বর জুবিন গার্গের যে দ্বিতীয় ময়নাতদন্ত করানো হয়েছিল, সেই ময়নাতদন্তের রিপোর্ট এবং গত ২ অক্টোবর সিঙ্গাপুর হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট শুক্রবার কাহিলিপাড়ার প্রয়াতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী গরিমার কাছে হস্তান্তর করতে গিয়েছিলেন এসআইটি আধিকারিক মরমি দাস।

বিচার প্রক্রিয়ায় তাঁর সম্পূৰ্ণ আস্থা রয়েছে বলে গরিমা বলেন, ‘তদন্তে এসআইটি-কে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। আইনের ওপর আস্থা রাখি আমি। আইনি বিষয়ে আমি খুব বেশি কিছু জানি না। তাই মনে করি, ময়নাতদন্তের রিপোর্ট আদালত এবং তদন্তকারী আধিকারিকদের কাছে থাকা উচিত। আমি বিশ্বাস করি, তদন্ত সঠিকভাবে এগিয়ে চলেছে।’

দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব সত্য প্রকাশের আহ্বান জানান গরিমা গার্গ। তিনি বলেন, ‘আমাদের খুব শীঘ্রই জানতে হবে, সিঙ্গাপুরে আসলে কী ঘটেছে। তদন্ত আরও জোরদার করতে হবে। যে-ই দোষী হোক না-কেন, তাকে কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে।’

আবেগের সঙ্গে গরিমার আবেদন, ‘ময়নাতদন্তের রিপোর্টটি একটি আইনি দলিল, ব্যক্তিগত নথি নয়। আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি তাঁকে কখনও ফিরে পাব না। কিন্তু তাঁকে তাঁর প্রাপ্য ন্যায়বিচার পেতে হবে। জুবিন গার্গকে ন্যায়বিচার দিন।’

জুবিন গার্গকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করলে গরিমা এ ধরনের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। তাঁর প্ৰশ্ন, ‘শেখর গোস্বামী যদি জানতেন যে জুবিনকে বিষ খাওয়ানো হয়েছে, তা-হলে এতদিন কেন তা গোপন রেখেছিলেন তিনি? তবে যা-ই হোক, দোষীদের কঠোরতম শাস্তি পেতে হবে। আমার স্বামী সবাইকে এত ভালোবাসতেন, তবু কেন তাঁর সাথে এমন আচরণ করা হয়েছে?’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande