কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): বরানগরে ভরদুপুরে স্বর্ণ ব্যবসায়ী 'খুন'। দোকানেই পড়েছিল স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানার হাত-পা বাঁধা দেহ। মাথায় আঘাতের চিহ্ন ছিল মৃতের। বরানগরের শম্ভুনাথ দাস লেনে সোনার দোকানের মধ্যেই ব্যবসায়ী খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজো মিটতেই এহেন ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে। তারপরেই বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে, কাদের হাতে খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা? এখনও ধোঁয়াশা রয়েছে। দোকানের ভিতরের ক্যামেরা বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
সূত্রের খবর, ক্রেতা সেজে এসেছিল ৫ দুষ্কৃতী। তাদের মধ্যে ২ জন পাহারায় ছিল বাইরে। ভিতরে ঢোকে ৩ জন। কত পরিমাণ সোনা লুঠ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দুপুরবেলায় আশপাশের দোকান বন্ধ ছিল। সেই সুযোগেই হামলা চালায় আততায়ীরা। দোকানের উল্টোদিকের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এ হেন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে রয়েছেন স্থানীয়রা। দুপুর ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে খবর।
এই লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। একটি সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। খুনের আগে পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল। তারপর ক্যামেরা বন্ধ করে খুন করা হয় ব্যবসায়ীকে। দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখেই সন্দেহ জাগে মৃতের ছেলের মনে। ফোন করেন তিনি। এরপরই উদ্ধার হয় ব্যবসায়ীর দেহ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত