মির্জাপুর, ৪ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে মির্জাপুরের চুনার থানার অন্তর্গত গঙ্গেশ্বরনাথ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে , তিনি শুক্রবার রাতে, রাতের খাবার খেয়ে বাড়ির দোতলায় ঘুমাতে গিয়েছিলেন । পরিবারের সদস্যরা যখন তার ঘরে যায় তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।
এক পুলিশ আধিকারিক জানান, যুবকের নাম কিষাণ সাহনি (১৭)। মৃত যুবক চুনার পোস্ট অফিসের কাছে একটি ফুড ট্রাকে খাবার বিক্রি করত । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন