মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি
ভোপাল, ৪ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। রেওয়া, মাউগঞ্জ, সিধি এবং সিংরাউলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হ
মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি


ভোপাল, ৪ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। রেওয়া, মাউগঞ্জ, সিধি এবং সিংরাউলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার বৃষ্টির পরিমাণ কমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহেই রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে।

এ বছর মধ্যপ্রদেশে গড়ে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—মোট ৬৫.৬ মিলিমিটার । মান্ডলা ও রাইসেনে ৬২ মিলিমিটারেরও বেশি এবং শেওপুর ও অশোকনগরে ৫৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande