কলকাতা, ৪ অক্টোবর (হি. স.): দুর্গা প্রতিমার নিরঞ্জন চলাকালীন কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঠাকুর ভাসান দিতে যাওয়ার সময় ট্রেলার থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পুলিশ জানায়, সংশ্লিষ্ট ট্রেলারের পিছনের চাকাতে পিষ্ট হয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে। মৃতের নাম - রেনুকা সরকার (৩১)। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলা বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। স্বামী বাপ্পা সরকার পুলিশের কাছে জানান, সন্ধে ছ'টা নাগাদ আদি বালক সঙ্ঘ, বালিগঞ্জ প্লেস পূর্ব - এর দুর্গাপুজোর শোভাযাত্রাতে স্ত্রীকে সঙ্গে নিয়েই যোগ দিয়েছিলেন তিনি। বাবুঘাটের দিকে সেই শোভাযাত্রা যথারীতি এগিয়েও যাচ্ছিল। যে গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়া হয়, সেই ট্রেলার গাড়িতে সে বসেছিল। ওই সময়কালে বৃষ্টিও নামে। তখন হঠাৎ গাড়ি থেকে নিচে পড়ে যান রেনুকা। নিরঞ্জন পর্বের মধ্যে রাস্তা জুড়েই হৈ - হুল্লোড় চলে, বাজনার শব্দে কিছু শোনা ও বোঝা যায়নি। কোনও কিছু স্পষ্টভাবে বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে ঘটে যায় ওই দুর্ঘটনা। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত